হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান> হযরত ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু তাঁবুতে প্রবেশ করলেন। যুদ্ধ সামগ্রী বের করলেন। মিসরী ক্বাবা’ (কোট বিশেষ) পরিধান করলেন। নানাজান হুযূর মুহাম্মদ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র ব্যবহৃত পাগড়ী মুবারক মাথায় বাঁধলেন। শহীদকুল সর্দার হযরত আমীর হামযা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু’র বর্ম গায়ে জড়িয়ে নিলেন। বড় ভাই হযরত ইমাম হাসান রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু’র কোমরবন্ধ …