মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্ আল-মাসুম> রাসূলে করীম শাফী‘ঈ ইয়াওমুন নুশুর সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ছিলেন এই বসুন্ধরার বুকে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তাঁর অবিস্মরণীয় ক্ষমা, মহানুভবতা, বিনয়-নম্রতা, সত্যনিষ্ঠা প্রভৃতি আদর্শ চরিত্র মাধুর্য দিয়েই বর্বর আরব জাতির আস্থাভাজন হতে সক্ষম হয়েছিলেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআনুল করিমে ইরশাদ হচ্ছে, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللهِ لِنْتَ لَهُمْ وَ لَوْ كُنْتَ فَظَّا غَلِیْظَ الْقَلْبِ …