অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী > আহলে সুন্নাত ওয়াল জামাআতের মারকাজ বা প্রাণকেন্দ্র চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হতে ২০২২ ইংরেজির ফেব্রুয়ারিতে সরকারিভাবে অবসর গ্রহণ করি। এ সময় হারামাইন শরিফাইনের (মক্কা শরীফ ও মদিনায়ে তৈয়্যেবা),খাজায়ে খাজেগান, সুলতানুল হিন্দ গরিবে নেওয়াজের দরবার ও দরবারে সিরিকোট শরীফ জিয়ারতের বড় ইচ্ছা জাগল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ- …