বিশ্বনবী হুযূর সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম’র জ্ঞান – কাজী মুহাম্মদ ছালেকুর রহমান আলকাদেরী > একক অদ্বিতীয় অতুলনীয় লা-শরীক সত্ত্বা, চিরন্তন, চিরঞ্জীব মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামীন জাল্লা-শানুহু তাঁর প্রিয় হাবীব হযরত নবী করীম রাউফুর রাহীম হুযূর পূরনূর সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামকে অজস্র কল্যাণ ও অসংখ্য নি’মাত এবং অসীম গুণাবলী দান করেছেন দয়া পরবশ হয়ে। তৎমধ্যে …