আসসালামু আলাইকুম, প্রিয় অসিউর রহমান হুজুর! আমি একটু চিন্তিত আছি, দয়াকরে আমার প্রশ্নের উত্তরটা দিবেন। আমার প্রশ্ন হলো :- আমার বাড়ি সিলেট শ্রীমঙ্গলে, আমি হুজুর ক্বিবলা ত্বাহের শাহ হুজুরের কাছে আম্মুকে বায়াত গ্রহণ করাতে চাই, আমার আম্মুও চায় বায়াত গ্রহণ করতে, কিন্তু আমার আম্মু এতোটা জার্নি করে চট্রগ্রাম আসলে শারিরীকভাবে অনেক অসুস্থ হয়ে যেতে পারে, কারণ আমার আম্মুর ক্যান্সার এর চিকিৎসা চলতেছে, শারীরিকভাবে দূর্বল। আমার প্রশ্ন হলো হুজুর ক্বিবলা ত্বাহের শাহ হুজুরের বায়াত করানোর যে ভিডিও আছে সেটা দেখে মুখে মুখে উচ্চারণ করলে বায়াত গ্রহণ সম্পন্ন হবে কিনা। মানে বায়াত করানোর ভিডিও দেখে বায়াত গ্রহণ হবে কিনা?