উমায়রা সুলতানা সাফ্ফানা বিপদাপদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিপদ কখনো বলে-কয়ে আসে না। বিপদের বিভিন্ন রকম ও ধরন রয়েছে। মানুষ কখনো রোগে-শোকে কাতর হয়, কখনো অর্থকষ্টে জর্জরিত হয়। বেদনা-ক্লিষ্টতায় হতবিহ্বল হয়। বিপদ যেমনই হোক, মুমিন ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। মুমিন বিপদে ধৈর্য ধারণ করে। আর আল্লাহ তাআলা বিনিময়ে দেন। গুনাহ-পাপ মাফ করেন। এমনকি শরীরে সামান্য …