মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান আমাদের আক্বা ও মাওলা, বিশ্বকুল সরদার হযরত মুহাম্মদ মোস্তফা, আহমদ মুজতবা সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়াসাল্লাম-এর অগণিত গুণের মধ্যে এটাও রয়েছে যে, তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ। আল্লাহ তা‘আলা পবিত্র ক্বোরআনের এরশাদ করেছেন- لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اَللهِ اُسْوَةٌ حَسَنَةُ لِمَنْ كَانَ يَرْجُوْ اللهَ وَالْيَوْمَ اْلاٰخِرَ وَذَكَرَ اَللهَ كَثِيْرًا- …