মীলাদুন্নবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম কি ও কেন? মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান ======== ‘মীলাদ’ আরবী শব্দ। আরবীতে ‘মীলাদ’ ও ‘মাওলেদ’ প্রায়ই সমার্থক। ‘মাওলেদ’ শব্দের আভিধানিক অর্থ وَقْتُ الْوِلاَدَةِ اَوْ مَاكَانُهَا জন্মগ্রহণের সময় অথবা স্থান। আর ‘মীলাদ’ শব্দের অর্থ ‘জন্ম গ্রহণের সময়। কোন কোন অভিধানে জন্মগ্রহণের সময় এবং স্থানকেও ‘মীলাদ’ বলা হয়েছে। সুতরাং ‘মীলাদুন্নবী’র অর্থ দাঁড়ায় …