বিভিন্নস্থানে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিলে বক্তারা খোদা প্রদত্ত রূহানী ও ইলমী শক্তি বলে হযরত আবদুল কাদের জিলানী রদিয়াল্লাহু তা’লা আনহু দ্বীনের পুনর্জীবন দান করেন- আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট গাউসুল আজম হযরত আবদুল কাদের জীলানী রাদিয়াল্লাহু আনহুর ওফাতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম’র ব্যবস্থাপনায় গত ২৬ অক্টোবর ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া …