মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্ আল-মাসুম বিশ্বজুড়ে সকল মুসলমানের অন্তরে, মুখে মুখে বিরাজমান কালেমার ধ্বনি। ইসলামের মৌলিক পঞ্চভিত্তির প্রথমটিই এই ‘কালেমা’র সাক্ষ্য প্রদান। ‘কালেমা’র প্রতি বিশ্বাস ছাড়া কোন মানুষ মুমিন হতে পারেনা। তার কোন ইবাদতও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ও প্রতিদানযোগ্য হতে পারেনা। নেকির পাল্লায় এই ‘কালোমা’র ওজন সমস্ত আমল অপেক্ষা বেশি হবে। এমনকি সাত আসমান সাত জমিনের …