মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান> ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম উদযাপন করার বৈধতা তো সুনিশ্চিত ও অকাট্যভাবে প্রমাণিত। এখন আলোচনা করা যাক এ বরকতমণ্ডিত কাজের উপকারিতা সম্পর্কে। নবী-ই আকরামের পবিত্র জন্মে খুশী প্রকাশ করার ফলে আবূ লাহাবের মতো কট্টর কাফিরও উপকৃত হয়েছে। হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে, আবূ লাহাবের এক ক্রীতদাসী ছিলেন। তাঁর নাম সুয়াইবাহ্। …