আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, মুর্শিদে বরহক্ব, হাদীয়ে দ্বীন ও মিল্লাত হযরততুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.)’র নেতৃত্বে ও প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) এবং বিশেষ মেহমান সাহেবজাদা আওলাদে রাসূল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ.) আজ ঢাকা থেকে বিকেল ৫–২০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে চট্টগ্রামে আগমন করবেন এবং চট্টগ্রামস্থ শাহ্ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছবেন। আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর ৫১ তম জশ্নে জুলসে নেতৃত্ব দেবেন। আলমগীর খানকাহ্–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিতব্য পবিত্র গেয়ারভী শরীফে অংশগ্রহণ করবেন এবং হুজুর কেবলার ইমামতিতে নামাজে মাগরিব ও এশা অনুষ্ঠিত হবে।
আল্লাহ ও তাঁর প্রিয় হাবীব এবং হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জনের লক্ষে পবিত্র গেয়ারভী শরীফে ও নামাজে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন সকল নবী প্রেমিক ও সিলসিলার আশেকানবৃন্দকে আহ্বান জানিয়েছেন।