হযরত সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) পথহারা মুসলমানকে সঠিক পথের সন্ধান দিয়েছেন
জামেয়া ময়দানে ৬৪তম সালানা ওরস মাহফিলে বক্তারা-
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক, কুতুবুল আউলিয়া, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রহমাতুল্লাহি তা‘আলা আলায়হির ৬৪ তম সালানা ওরস মোবারক ১ জুন বৃহষ্পতিবার চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- শরীয়ত মানুষের যাহেরী অবস্থাকে সংশোধন তথা সৌন্দর্যম-িত করে আর ত্বরীক্বত ওই সৌন্দর্যমণ্ডিত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। আর তাঁদেরই বিশেষ দীক্ষার ফলে সৌভাগ্যবান মানুষ ‘মা’রিফাত’ ও ‘হাক্বীক্বত’র বিশেষ মর্যাদায় উন্নীত হয়। ফলে একজন শরীয়তের অনুসারী ও তরীক্বত সাধনাকারী ব্যক্তি ‘কামেল’ মানুষে পরিণত হন। তাই, প্রতিটি মানুষের জন্য শরীয়তের শিক্ষা ও চর্চা যেমন জরুরী, তেমনি ত্বরীক্বত গ্রহণ ও অবলম্বন করে এগিয়ে যাওয়া অপরিহার্য।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন-আউলিয়ায়ে কেরাম মানবজাতিকে সদা আল্লাহ-রাসূলের প্রদর্শিত পথে ও মতে চলার শিক্ষা দেন। পথভ্রষ্ট মানব জাতির মৃত আত্মাকে জীবিত করেন। হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) বহু পথহারা মুসলমানকে শরীয়ত-তরিকতের অনুসরণে মুক্তির পথ দেখিয়েছেন তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি সংস্থা আনজুমান ট্রাস্ট এর মাধ্যমে এশিয়াখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পরিচালনাসহ বিশাল বিশাল ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন, গাউসিয়া কমিটি বাংলাদেশ পরিচালনা, মাসিক ‘তরজুমান-এ আহলে সুন্নাত’ নিয়মিতভাবে প্রকাশ, ‘আনজুমান রিসার্চ সেন্টার’ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান ও ‘দাওয়াতে খায়ের’ পরিচালনার পাশাপাশি দেশের প্রত্যন্ত এলাকায় প্রায় দুই শতাধিক মাদরাসা আর্থিক সাহায্য দিয়ে পরিচালনা করছে।
স্বাগত বক্তব্যে আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক সাধক কুতুবুল আউলিয়া, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ধর্মীয় দ্বীনী শিক্ষার প্রচার-প্রসারের জন্য ১৯৫৪ সালে বর্তমান এশিয়া বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করায় আমরা সিরিকোটির (রহ.)’র প্রতি কৃতজ্ঞ। বর্তমানে হুজুুর ক্বিবলা হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা. জি. আ.) ও হযরতুল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা. জি. আ.)’র তত্ত্বাবধানে জামেয়ার সকল কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যাঁদের ত্যাগ ও খেদমতের দরুণ আনজুমান ও জামেয়া আজ বাংলাদেশসহ বিশ্বের সুন্নি মুসলমানের অন্তরের অন্তস্থলে স্থান লাভ করেছে তাঁদের প্রতি তিনি মুবারকবাদ জ্ঞাপন করেন।
এতে আরো বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার)। এতে উপস্থিত ছিলেন- আনজুমান ট্রাস্ট’র এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, আনজুমান ট্রাস্ট’র সদস্য আলহাজ্ব মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ আবদুল হামিদ, তছকীর আহমদ, মুহাম্মদ কমরুদ্দীন সবুর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেক রসুল খাঁন বাবু, মোহাম্মদ হোসেন খোকন, নুর মুহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ মাহাবুব ছফা, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব এড. মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতেয়ার, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সহ-সভাপতি আর. ইউ. চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলা সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ্ মাষ্টার, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, শিক্ষানুরাগী, উচ্চ পদ¯হ সরকারী-বেসরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা বলেন সিলসিলাহ্-ই আলিয়া ক্বাদেরিয়া সিরিকোটিয়ার মহান শায়খ, মুর্শিদ-ই বরহক আল্লামা সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটী (রহ.) এমন এক মহান দ্বীনী পথ-প্রদর্শক, তাঁর প্রতিষ্ঠিত সিলসিলায় রয়েছে শরীয়ত ও ত্বরীক্বতের অপূর্ব সমন্বয়। তিনি একদিকে তরীক্বত চর্চা ও অনুশীলনের জন্য খানক্বাহ্ শরীফ প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দিয়েছেন, অন্যদিকে দ্বীনের প্রকৃত খিদমত ও তরীক্বতের স্বচ্ছতা রক্ষার জন্য দ্বীনের দক্ষ ও সাচ্ছা আলেম তৈরীকে পূর্বশর্ত বলেও অভিমত ব্যক্ত করেছেন। তিনি আপন মাতৃভূমি ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের খিদমতে নিজেকে উসর্গ করেছেন।
মাহফিলে তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপÍ) আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী, উপাধ্যক্ষ আল্লামা ড. আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, জামেয়ার সাবেক মুহাদ্দিস্ আল্লামা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, সোবহানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশীদ, আহলে সুনèাত ওয়াল জামায়াত’র চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুনিèয়া ফাযিল এর অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল এর অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রেজভী।
সালানা ওরস মোবারক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল- সকাল ৯টা হতে যোহর পর্যন্ত-আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় খত্মে কোরআন মাজীদ, খত্মে বোখারী শরীফ, খত্মে মজমু’য়ায়ে সালাওয়াতে রাসূল সাল্ল¬াল্ল¬াহু আলাইহি ওয়াসাল্ল¬াম, খত্মে গাউসিয়া শরীফ, খত্মে গেয়ারভী শরীফ। বেলা ৩-৩০ মিনিট হতে এশা পর্যন্ত – জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসা ময়দানে তকরির, জীবনী আলোচনা, সালাত ও সালাম, আখেরী মোনাজাত এবং বা’দ এশা – তাবারুক বিতরণ। মাহফিল পরিচালনা করেন জামেয়ার আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান। জামেয়ার সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দো’য়া ও আখিরী মুনাজাত করেন।
৩য় ওফাত বার্ষিকী উপলক্ষে শেরে মিল্লাত কনফারেন্সে বক্তারা
আল্লামা নঈমী ছিলেন বাতিল ও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আপোষহীন
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস,আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ’র সাবেক চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রহঃ)’র ৩য় ওফাত বার্ষিকী উপলক্ষে শেরে মিল্লাত (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে শেরে মিল্লাত কনফারেন্স গত ১৩ জুন বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শেখুল ওলামা আল্লামা হাফেজ সোলায়মান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ’র চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (ম.জি.আ.)। বক্তারা বলেন আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রহ.) ছিলেন একজন ইসলামী জ্ঞান ভা-ারের বিশ্বকোষ। তিনি একদিকে ছিলেন একজন অনলবর্শী বক্তা ও যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আকিদা অবিশ্বাস নিয়ে তিনি ছিলেন অবিচল ও দৃঢ়।
ইসলাম বিকৃতকারী ও বাতেলের বিরুদ্ধে তার যৌক্তিক উপস্থাপনা এবং জ্ঞানের গভীরতা এখনো সুন্নি সমাজকে আলোড়িত করে। আল্লামা নঈমী সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার একজন মুখপাত্র ছিলেন। জামেয়া আহমদিয়া সুনিয়ার তাঁর আমৃত্যু খেদমত চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক কার্যক্রম জোরদারের ক্ষেত্রে সকলের কাছে ছিলেন অনুপ্রেরণার উৎস। কনফারেন্স প্রস্তুতি কমিটির প্রধান মাওলানা আবদুল মালেকের সঞ্চালনায় আল্লামা নঈমী (রহঃ)’র জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, সহ সেক্রেটারী আলহাজ্ব গিয়াস উদ্দীন সাকের, আনজুমান রিসার্চ সেন্টারের মহা পরিচালক আল্লামা আবদুল মান্নান, পীরে ত্বরিকত আল্লামা সৈয়্যদ মছিহুদ্দৌলা, রাজনীতিবিদ মাওলানা স উ ম আবদুস সামাদ, আল্লামা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, আনজুমান সদস্য কমর উদ্দীন সবুর, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আল আযহারী, আল্লামা ড. আ.ত.ম. লিয়াকত আলী, আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, ড, মুহাম্মদ আনোয়ার হোসাইন, ড, মুহাম্মদ আবদুল হালিম কাদেরী, মাওলানা আবদুল আজিজ আনোয়ারী, আল্লামা আবু তৈয়ব চৌধুরী, অধ্যাপক মাওলানা মীর আবদুর রহীম, মাওলানা সৈয়দ মুহাম্মদ ইউনুস রেজভী, আল্লামা আবুল হাসেম শাহ, আল্লামা আবুল আসাদ জোবাইর রজবী, আল্লামা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী, সৈয়দ আবু নওশাদ নঈমীসহ দেশের খ্যাতনামা ওলামা-মাশায়েখ ও বিভিন্ন পেশাজীবী ব্যাক্তিবর্গ কনফারেন্সে উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন আল্লামা হাফেজ সোলায়মান আনসারী।
বিভিন্ন স্থানে হযরত সিরিকোটি (রহ.)’র ওরস মোবারক পালন
রাজশাহী মহানগর গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে গত ৩১ মে, বাদ মাগরিব তেরখাদিয়া ডাবতলায় মুহাম্মদ সুমন আলী কাদেরির বাসায় মাসিক গিয়ারভী শরীফ ও কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শিরোকোটি (রহ.)-এর সালানা ওরস শরিফ মাহফিল অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর কাদেরিয়া মাদরাসা
সৈয়দপুরস্থ কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় কুতুবুল আউলিয়া, শাহেন শাহ-এ সিরিকোট সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহ.’র ৬৪ তম সালানা ওরস মোবারক। গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখার ব্যবস্থাপনায় গত ১ জুন বাদ নামাজে যোহর কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফয বিভাগের শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, বাদ নামাজে আসর পবিত্র গেয়ারভি শরীফ পালন ও মাগরিবের নামাজের পর শুরু হয় মূল উরশের অনুষ্ঠান। কুরআন তিলাওয়াত, হামদ-নাত, সালাতো-সালামের মাধ্যমে দেশবাসীর জন্য দোয়া করা হয়। ওরশ মোবারক মাহফিলে হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.)’র জীবনী ও দর্শন নিয়ে আলোচনা করেন উপজেলা দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শেখ খোরশেদ আলম নূরী, ইবতেদায়ী বিভাগের শিক্ষক মাওলানা শাহজাদা আশরাফি, হাফেজ আব্দুল ওয়াহিদ আশরাফি। কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীসহ বহু ধর্মপ্রাণ ব্যক্তি উপস্থিত ছিলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সৈয়দপুর উপজেলা শাখার সহ সভাপতি মুহাম্মদ শহীদুল হক কাদেরি, সাধারণ সম্পাদক শাহেদ আলী কাদেরি, হিফজ বিভাগের সভাপতি প্রফেসর ফযলুর রহমান নাসিম, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির এড. রিদওয়ান আশরাফী, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসিম কাদেরি, আলী ইমাম কাদেরি, মাসুদ কাদেরি, মুশফিকুর রহমান সিন্টু, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ রিজওয়ান, ইমরান কাদেরি, ইরফান বসুনিয়া, ইশা কাদেরি, ইসহাক কাদেরি, আব্দুল ওহাব রিজভী প্রমুখ।
চট্টগ্রাম জামেয়া মহিলা ফাযিল মাদরাসা
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসায় বানিয়ে জামেয়া, কুতুবুল আউলিয়া আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ)’র ৬৪ তম পবিত্র ওরস মোবারক গত ১ জুন মাদরাসার অডিটোরিয়ামে অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯টা হতে ছাত্রীরা পবিত্র কুরআন তেলাওয়াত, না’তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ, হামদ-নাত, গজল, ইসলামি সংগীত পরিবেশন করে। আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরিকোটী (রহ.)’র জিবনীর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
সকাল ১১টা হতে হযরত সিরিকোটি (রহ.)’র জিবনীর ওপর আলোচনায় অংশ নেন মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ কাসেম রেযা নঈমী ও শিক্ষিকা সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.)’র বর্ণাঢ্য জিবনীর বিভিন্ন দিক তুলে ধরে বলেন- ইসলামি শিক্ষা বিস্তার, দ্বীনি মাদরাসা প্রতিষ্ঠা, কাদেরিয়া তরিকা ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা প্রচার-প্রসারে সিরিকোটী (রহ.) অগ্রনী ভূমিকা রেখেছেন। এদেশের সুন্নি মুসলমান হুজুর কেবলার অবদান কিয়ামত পর্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
পরে মিলাদ- কিয়াম, দোয়া-মুনাজাত করেন অধ্যক্ষ মোহাম্মদ সরওয়ার উদ্দিন।
বলুয়ারদিঘী খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া
বলুয়ারদীঘিস্থ খানকাহ শরীফে আলে রসূল, কুতুবুল আউলিয়া, বানিয়ে জামেয়া হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)’র ৬৪তম পবিত্র ওরস উপলক্ষে ১১ দিন ব্যাপী মাহফিলে শানে সিরিকোটের প্রধান ও সমাপনী দিবস গত ৩১ মে অনুষ্ঠিত হয়। কর্মসূচির ১ম পর্বের মধ্যে ছিল বাদ আসর থেকে পবিত্র খতমে কুরআন, পবিত্র নাতে রসূল, খতমে গাউসিয়া শরীফ, পবিত্র খতমে গেয়ারভী শরীফ আদায়। বাদ-এ মাগরিব ২য় পর্বে স্মারক আলোচনা খানকা শরীফের মোতাওয়াল্লী নেয়াজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদাসার সম্মানিত শিক্ষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা তাহের কাদেরী, মাওলানা আবদুল আউয়াল। মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাব্বির আহমদ, হাজী নুর আহমদ পিন্টু, হাজী সিদ্দিক আহমদ, মুহাম্মদ কাসেম, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হাবিব উল্লাহ্ মাস্টার, যুগ্ম সম্পাদক প্রফেসর আবদুল মান্নান, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল মনছুর, কোতোয়ালী পূর্ব গাউসিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন ফারুক, মুহাম্মদ নুরুদ্দিন, গাজী গজনবী, গোলাম মহিউদ্দীন, নুরুল হাসান, মুহাম্মদ আহমদ (ইমু), মুহাম্মদ সাইফুল আলম সিদ্দিকী রানা, মুহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মহানগর গাউসিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব ছাবের আহমদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) প্রতিষ্ঠিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্ররা বাংলাদেশ ও বহির্বিশ্বে দ্বীন ইসলামের খেদমত করছেন, এটা শাহানশাহে সিরিকোটের বড় কারামত। গাউসিয়া কমিটি কোতোয়ালী পূর্ব শাখার সিনিয়র সহ সভাপতি ও খানকাহ শরীফের অন্যতম খেদমতগার আলহাজ্ব আবদুস সাত্তারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। বাদে এশা তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার উদ্যোগে গত ৯ জুন বাদ এশা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)’র ওরশ মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুহাম্মদ আলাউদ্দিন খান, আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক, মুহাম্মদ মুছা, কাজী মুহাম্মদ আব্দুল হাফেজ, হাজী মুহাম্মদ ইউছুফ আলী, মুহাম্মদ সাহাব উদ্দিন, কাজী মুহাম্মদ রবিউল হোসেন রানা, মুহাম্মদ মাসুদ মিয়া, কামাল আহমেদ মজু, মুহাম্মদ হামিদুল ইসলাম হাসিব, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ ফজলুল হক ফারুক, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ জয়নুল আবেদিন, মুহাম্মদ জাহেদুল ইসলাম জিকু, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ রাকিব উদ্দিন, মুহাম্মদ মনির হোসেন মনু, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ ইলিয়াস প্রমুখ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার উদ্যোগে দাওয়াতে খায়র মাহফিল হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুহাম্মদ মুসলিম উদ্দিন, হাজী মুহাম্মদ ইউসুফ আলী, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ রাকিব উদ্দিন, মুহাম্মদ মাসুদ মিয়া, মুহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ ফিরোজ ইসলাম, মনির হোসেন মনু, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ আব্দুর রশিদ, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মুছা সওদাগর, মুহাম্মদ কামাল হোসেন প্রমুখ। দাওয়াতে খায়র বিষয় নিয়ে বিশেষ আলোচনা করেন দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ হাফেজ মাওলানা আবদুল হালিম।
গাউসিয়া কমিটি লতিফপুর ওয়ার্ড
গাউসিয়া কমিটি বাংলাদেশ, আকবরশাহ্ থানার আওতাধীন লতিফপুর ওয়ার্ডের উদ্যোগে জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)’র সালানা ওরস মাহফিল গত ১০ জুন বাদে মাগরিব হতে খতমে গাউছিয়া শরীফ ও বাদে এশা হাফেজ ক্বারী সৈয়্যদ আহাম্মদ শাহ্ সিরিকোটি (রহ.) জীবনী নিয়ে আলোচনা লতিফপুর চৌধুরী মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ফেরদৌস মিয়া কোম্পানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী থানা গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ আকবরশাহ্ থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব খ.ম. নজরুল হুদা। এতে আরও বক্তব্য রাখেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা, লতিফপুর ওয়ার্ডের দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মোহাম্মদ অলিউজ্জামান, চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা আমিনুর রহমান আরজু। এতে আরও বক্তব্য রাখেন আলীর হাট আলী নগর ইউনিটের সভাপতি মোহাম্মদ আবু নাসের, আবু জাফর শাহ্ ইউনিটের সভাপতি ও মানবিক টিমের প্রধান মোহাম্মদ রবিউল হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন সমুন ও সাংগঠনিক সম্পাদক শাজরাতুল ইয়াকিন শাওয়াল, এতে আরও উপস্থিত ছিলেন আ.ফ.ম মহিউদ্দিন, পাকা রাস্তার মাথা ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম শাকিল, মোহাম্মদ সালমান, মোহাম্মদ মহিউদ্দিন, গোলাম রাব্বানী, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ফরহাদ হোসেন বাদশা প্রমুখ।
মধ্য মাদার্শা খানকায়ে তৈয়বিয়া তাহেরিয়া
হাটহাজারী থানার অন্তর্গত মধ্য মাদার্শাস্থ,খানকায়ে তৈয়্যবিয়া তাহেরিয়ার উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পূর্ব থানার সার্বিক সহযোগিতায় মাসিক গেয়ারভী শরীফ ও বানিয়ে জামেয়া, কুতুবুল আউলিয়া, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, আওলাদে রাসুল, হাফেজ ক্বারী ছৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ.) এর ৬৪তম সালনা ওরশ গত ৩১ মে খানকাহ শরীফ প্রাঙ্গনে সম্পন্ন হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পূর্ব থানা সভাপতি এবং খানকাহ কমিটির সেক্রেটারি গাজী মোহাম্মদ লোকমান এর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক সৈয়্যদ মোহাম্মদ এনামুল হক এর সঞ্চালনায় উক্ত ওরশ শরীফে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, বিশেষ অতিথি ছিলেন মাওলানা সৈয়্যদ পেয়ার মুহাম্মদ, মোহাম্মদ এমদাদুল ইসলাম, ব্যাংকার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন সওদাগর, মোহাম্মদ সেকান্দর হোসেন মাষ্টার, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান আলী, আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ, শাহ মোহাম্মদ নাসির উদ্দীন মোস্তফা, মোহাম্মদ আরশাদ চৌধুরী, এস এম আজাদুর রহমান, মোহাম্মদ আবদুস সবুর, এস এম জুবাইর আবেদীন, মাওলানা লিয়াকত আলী খান ও মোহাম্মদ জাফর মেম্বার প্রমুখ।
গাউসিয়া কমিটির সাংগঠনিক তৎপরতা
দুবাই শাখার কাউন্সিল সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল গত ২১ মে অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে মাওলানা মুহাম্মদ ওসমান আলী জামীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা ফজলুল আজিম। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুস্তাফা কামাল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফেজ কারী মীর মুহাম্মদ এয়াকুব, মাওলানা হুসাইন আল কাদেরী, সাইফুল ইসলাম তালুকদার, মুহাম্মদ ওসমান, লোকমান তালুকদার, মজহার, মঈনউদ্দীন, মুনসুর, সবুর প্রমুখ। মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী কে পুনরায় সভাপতি ও মাওলানা মুহাম্মদ ওছমান আলী জামী কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
মাদার্শা ইউনিট শাখার কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী (পূর্ব) থানার আওতাধীন ১৩ নং দক্ষিন মাদার্শা ইউনিয়ন এর অন্তর্গত মধ্য মাদার্শা ইউনিট শাখার কাউন্সিল গত ১৯ মে মধ্য মাদার্শাস্থ খানকাহ এ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্স এ জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি, হাটহাজারী (পূর্ব) থানার সভাপতি গাজী মোহাম্মদ লোকমান, বিশেষ অতিথি ছিলেন থানা গাউসিয়া কমিটির সহ-সভাপতি ফরিদুল আলম মিঠু, ১৩ নং দক্ষিন মাদার্শা ইউনিয়ন শাখার সেক্রেটারি আবদুস সবুর। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা লিয়াকত আলী খান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব আরশাদ চৌধুরী,মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মবিনুল হক, মোহাম্মদ হোসেন মিস্ত্রি, নাজিম উদ্দীন প্রমুখ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নিম্মোক্ত কার্যকরী পরিষদ গঠন করা হয়।
সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দীন, সহ-সভাপতি মোহাম্মদ মুবিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী (সুমন), যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, সহ যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরশাদুল আলম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু হাসান টিপু, দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল করিম, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ সাইফুদ্দীন তারেক, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আই.সি.টি ল্যাবে গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর কর্তৃক কম্পিউটার প্রদান
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার আই.সি.টি ল্যাবে ১২ টি কম্পিউটার প্রদান করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর গত ৮ জুন, মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মুহাম্মদ ইয়াইয়া খাঁন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন আল-আজহারী, আনজুমান ট্রাস্ট ফিনেন্স সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক বাচ্চু, ট্রাস্ট সদস্য আলহাজ্ব লোকমান হাকিম মুহাম্মদ ইব্রাহিম, আশফাক আহমেদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির উদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার ইরশাদুল আলম হীরা, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মোহাম্মদ ছালামত আলী, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ ছাগির আলম, সহ-সমাজসেবা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সমাজসেবা সম্পাদক মুহাম্মদ আরিফ খতিবী, সহ-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবু তৈয়ব মিয়া, আই.সি.টি ল্যাব পরিচালক মুহাম্মদ সোহেল প্রমুখ। এসময় জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক মহসিন বলেন, অত্র জামেয়ায় সমৃদ্ধ আইসিটি ল্যাবসহ রয়েছে একটি আধুনিক লাইব্রেরি। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা লাভের উদ্দ্যেশ্যে গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহনগর কর্তৃক ১২টি কম্পিউটার দেয়ায় তিনি সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
শোক সংবাদ
আবদুস সাত্তার সওদাগর
গাউসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালী থানা পূর্ব পরিষদের সিনিয়র সহ সভাপতি, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড শাখার সভাপতি, ব্যবসায়ী আব্দুস সাত্তার সওদাগর (৭৪) গত ২৬ মে শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মহরুমের ১ম নামাজে জানাযা ওইদিন বিকাল ৩টায় দেওয়ান বাজার সিএন্ডবি জামে মসজিদ মাঠে, ২য় জানাযা বাদে আছর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মাঠে এবং ৩য় জানাযা নিজ গ্রাম হাটহাজারী সরকারহাট মির্জাপুর বাকেরিয়া মহিলা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গাউসিযা কমিটি চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব তছকির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ, কোথোয়ালী থানা পূর্ব পরিষদের সভাপতি খায়ের আহমদ, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিম (নুরু) শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কোব্বাদ মিয়া
গাউসিয়া কমিটি বাংলাদেশ আরব আমিরাত আজমান শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইখতিয়ার হোসাইনের পিতা আলহাজ্ব মুহাম্মদ কোব্বাদ মিয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমের নামাজে জানাযা ৬ জুন, মঙ্গলবার সকাল ১১ টায় রাঙ্গুনিয়া লালানগর মোল্লা পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে গাউসিয়া বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, ইউএই কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক জানে আলম, আজমান শাখার সভাপতি মুহাম্মদ নাছের, সাধারণ সম্পাদক মাওলানা মোবারক আলী শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
হালিমা বেগম
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও বোয়ালখালী পৌরসভার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল মনসুর সওদাগরের মাতা মোছাম্মৎ হালিমা বেগম (৭২) ১৩ জুন মঙ্গলবার সকাল ৮- ৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না —রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমার নামাজের জানাযা ঐদিন বাদে আছর চরণদ্বীপ পাঠান পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মুহাম্মদ কামাল উদ্দিন
গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী (পূর্ব) থানার সদস্য এবং বুড়িশ্চর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুল হক মানিক এর শ্রদ্ধেয় পিতা মুহাম্মদ কামাল উদ্দিন গত ১২ জুন ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি……রাজেউন। তার মৃত্যুতে হাটহাজারী (পূর্ব) থানার সভাপতি গাজী মুহাম্মদ লোকমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদদীন চৌধুরী, বুড়িশ্চর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেন সও:, উত্তর মাদার্শা ইউনিয়ন শাখার সভাপতি আল্লামা ছৈয়দ পেয়ার মুহাম্মদ সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মাষ্টার, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ সেকান্দর হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সবুর এবং শিকারপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব এস, এম, জাকারিয়া সাধারণ সম্পাদক মুহাম্মদ ফোরকান উদ্দীন শাহেদ গভীর শোক প্রকাশ করেছেন।