Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

 অধ্যাপক কাজী সামশুর রহমানের ইন্তেকাল, আনজুমান ট্রাস্টের শোক প্রকাশ

 অধ্যাপক কাজী সামশুর রহমানের ইন্তেকাল, আনজুমান ট্রাস্টের শোক প্রকাশ

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি, রাউজান দারুল ইসলাম সুন্নিয়া কামিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক কাজী সামশুর রহমান গতকাল শুক্রবার ভোর ৬.৩০ টায় ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি গাউসে জমান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) এর একনিষ্ঠ মুরিদ ছিলেন। আজ শনিবার রাত ৯ টায় নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মায়দানে মরহুমের প্রথম জানাজা এবং আগামীকাল রবিবার বাদে আছর রাউজান সদরস্থ দারুল ইসলাম সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

অধ্যাপক কাজী সামশুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যসিস্টেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, অর্গানাইজিং সেক্রেটারি মাহবুবুল আলম, ফিন্যান্স সেক্রেটারি এনামুল হক বাচ্চু, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আবু মহসিন মোহাম্মদ ইয়াহিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, মাসিক তরজুমান পরিবার  প্রমুখ।
শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, আনজুমান, জামেয়া ও গাউসিয়া কমিটির খেদমত করেছেন। তিনি আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী সওদাগর (রহ.) স্মৃতি সংসদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

Share:

Leave Your Comment