সংগঠন সংবাদ
আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় জামেয়া ময়দানে ৩১তম সালানা ওরস মাহফিলে বক্তারা-
আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) ছিলেন মুসলিম মিল্লাতের পথপ্রদর্শক ও অনন্য সংস্কারক>
আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত ৩১ তম সালানা ওরস মোবারক মাহফিলে বক্তারা বলেন, উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) মুসলমানদের ক্বোরআন-সুন্নাহর আলোকে শরীয়ত ও তরিকতের সমন্বয়ে জীবন গঠনের পথ নির্দেশনা দিয়ে গেছেন। তিনি ছিলেন রাসূল আদর্শের বাস্তব প্রতিচ্ছবি-মুসলিম মিল্লাতের উজ্জ্বল আলোকবর্তিকা, দ্বীন ইসলামের অনন্য সংস্কারক।
গত ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আন্জুমান ট্রাস্ট’র অর্গানাইজিং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ মাহবুবুল আলম, আনজুমান ট্রাস্ট’র ভাইস প্রেসিডেন্ট, এ.কিউ.আই চৌধুরী, এডিশনাল জেনারেল সেক্রেটারি আলহাজ¦ মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক বাচ্চু, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার।
বক্তারা আরো বলেন, বিশ^ মুসলিমের ক্রান্তিকালে বহুমুখি ফিত্নার এ সময়ে হযরত তৈয়্যব শাহ (রহ.)’র পথ নির্দেশনা মুসলমানদের ঈমান আকিদা রক্ষায় নিয়ামকের ভূমিকা পালন করবে। কুতুবুল আউলিয়া হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রা.)’র প্রতিষ্ঠিত এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আদলে রাজধানী ঢাকায় কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসা, চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদীয়া ফাজিল মাদরাসা, হালিশহর মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসাসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, খানকাহ্ প্রতিষ্ঠা, জস্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী প্রবর্তনসহ অসংখ্য সংস্কারমূলক কর্মসূচী দিশেহারা মানবতাকে খোদাভীরু ও তাক্বওয়ার উপর প্রতিষ্ঠিত করে ইনসানে কামিলে পরিণত করেছে। বিশেষতঃ তাঁর প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি আজ দেশে বিদেশে দিকভ্রান্ত তরুণ-যুবকদের ইসলামের সঠিক পথ ও মতে ঐক্যবদ্ধ করছে। গাউসিয়া কমিটির নিবেদিত প্রাণ কর্মীগণ আর্ত-মানবতার সেবায় আত্মনিয়োগের মাধ্যমে জাতির চরম দুঃসময়ে একনিষ্ঠ সেবকের ভূমিকা পালন করে যাচ্ছে। তাঁরই প্রতিষ্ঠিত মাসিক ধর্মীয় পত্রিকা তরজুমান-এ আহ্লে সুন্নাত, ক্বোরআন-সুন্নাহ্’র সঠিক মতাদর্শ প্রচার প্রসারের মাধ্যমে মুসলমানদের ঈমান-আক্বিদা ও আমলের পরিশুদ্ধি সাধনে দিশারি হিসেবে কাজ করছে।
সভাপতি, তাঁর বক্তব্যে এ মহান অলিয়ে কামিলের জীবন দর্শন অনুসরণ ও তাঁর নির্দেশনা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পীর ভাইদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় ওরস মোবারক সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
মাহফিলে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের মহাসচিব শাহজাদ ইবনে দিদার, আনজুমান ট্রাস্ট’র সদস্য আলহাজ্ব কামাল উদ্দীন চৌধুরী কমিশনার, আলহাজ্ব লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, আলহাজ্ব মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ আবদুল হামিদ, তসকির আহমদ, কামরুদ্দিন সবুর, মুহাম্মদ হাসানুর রশিদ রিপন, আশেক রসুল খাঁন বাবু, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সহ সভাপতি আর.ইউ. চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার।
তকরির পেশ করেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, মুফতি আল্লামা কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, ঢাকা মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ আবদুল আলীম রেজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আযহারী, উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী, হালিশহর মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, আল-আমিন বারিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ আনোয়ারী, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, লেখক অধ্যাপক মাসুম চৌধুরী।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবি প্রভাষক মাওলানা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জমানের সঞ্চালনায় আখেরী মুনাজাত করেন শায়খুল হাদিস হযরতুল আল্লামা হাফেজ সোলায়মান আনসারী মুদ্দাজিল্লুহুল আলী।
বলুয়ারদিঘীর খানকা শরীফে সালানা ওরস মাহফিলে বক্তারা
হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ ছিলেন সুন্নিয়তের প্রাতিষ্ঠানিক রূপকার
নগরীর বলুয়ারদিঘী পাড়স্থ খানকাহ্ শরীফে আলে রসূল (দ.) হাফেজ ক্বারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র ৩১তম পবিত্র সালানা ওরস পাক উপলক্ষে খানকা শরীফে ১৬ দিন ব্যাপী মাহফিলে শানে তৈয়্যব শাহ্ (রহ.) প্রধান ও সমাপনী মাহফিলে গত ৬ জুলাই অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খানকা শরীফের মোতাওয়াল্লী হাজী নেওয়াজ আহমদ, প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার, প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার। তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ তাহের কাদেরী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানকা শরীফ মুতাওয়াল্লী পরিবারের সদস্য হাজী সাব্বির আহমদ, হাজী নুর আহমদ, হাজী ছিদ্দিক আহমদ, মুহাম্মদ কাসেম, মঈনুদ্দিন ফারুক, গাউসিয়া কমিটি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক হাবীব উল্লাহ্ মাস্টারসহ নেতৃবৃন্দ। মাহফিলে বক্তারা বলেন, হুযুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ ছিলেন তরিকতের উজ্জ্বল নক্ষত্র, সুন্নিয়তের প্রাতিষ্ঠানিক দিকপাল। ইসলামের মূলধারা সুন্নীয়তের অসামান্য খেদমত ও অবদানের কারণে তিনি এ দেশে যেভাবে বরেণ্য অনুরূপ অপরাপর মুসলিম মিল্লাতেরও সর্বজন পরিচিত ও সমাদৃত। মাহফিল সঞ্চালনা করেন মহানগর গাউসিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব ছাবের আহমদ, আখেরী মুনাজাত করেন মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি ঢাকা মহানগর শাখার সহযোগিতায় গত ১৫ জুলাই, বাদ আসর হতে মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদরাসা সংলগ্ন মসজিদ-এ তৈয়্যেবিয়ায় আওলাদে রসূল, গাউসে যামান, আল্লামা হাফেয ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র ৩১তম সালানা ওরস মোবারক উদযাপন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস, হাফেজ আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী। আরো বক্তব্য রাখেন কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ আল্লামা আব্দুল আলিম রিজভী, উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মুফতি মাহমুদুল হাসান, এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ারসহ ওলামায়ে কেরাম।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, সাংগঠনিক সচিব মাহবুব এলাহী সিকদার, ঢাকা আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুল মালেক বুলবুল, সেক্রেটারি মুহাম্মদ কাশেম, ঢাকা আনজুমানের এসিসট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব গোলাম কিবরিয়া ও ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হযরত আলী, প্রচার সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম।
রংপুর জেলা গাউসিয়া কমিটি
রংপুর জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে রংপুর শহরের নিউ ইন্জিনিয়ার পাড়ায় গত ৪ জুলাই আওলাদে রাসুল, আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহ.’র ৩১ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। সকাল ১০ ঘটিকায় পবিত্র কুরআন খতমের মধ্যমে শুরু হয়ে খতমে গাউসিয়া শরীফ ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল কাদির খোকন। জিয়াত পুকুর মাদরাসার সুপার মাওলানা কাশেম এর পরিচালনায় হুজুরের জীবনী আলোচনা করেন, মাওলানা মুহাম্মদ সাহিদার রহমান। দোয়া মুনাজাত করেন হাফেজ মাওলানা আইয়ূব আলী আনছারী, এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুজিবুর রহমান, আলহাজ্ব মকবুল হোসেন, আলহাজ্ব মোনায়েম আলী,মুহাম্মদ এমদাদ আলী স্বপন, মাওলানা আতাউর রহমান বহু পীরভাই মাহফিলে উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা গাউসিয়া কমিটি
উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা, আওলাদে রাসূল, আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রহমাতুল্লাহি আলায়হির ৩১তম পবিত্র উরশ মোবারক গত ৩ জুলাই, বাদ মাগরিব হতে ‘খানকাহ-এ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় গোলাহাট সৈয়দপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বায়তুল মেরাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহজাদা হোসেন আশরাফী কাদেরী, কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল জব্বার রিজভী।
অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ রিদওয়ান আশরাফী, সৈয়দপুর উপজেলা গাউসিয়া কমিটির সদস্যসচীব শাহেদ আলি কাদেরী, ২নং ওয়ার্ড ও খানকাহ কমিটির পক্ষে আজহার সুলতান রিজভী, ইমরান আলি, সিরাজ কাদেরী, ফাহিম কাদেরী প্রমুখ।
ঢাকা খিলগাঁও থানা গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা মহানগর খিলগাঁও থানা শাখার উদ্যোগে আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রহমাতুল্লাহি আলায়হির ৩১ তম সালানা ওরস মোবারক উপলক্ষে ওয়াজ মাহফিল গত ১৪ জুলাই খিলগাঁও তিলপাপাড়াস্থ গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমিতে অনুষ্ঠিত হয়। মাহফিলে আলোচক ছিলেন মাওলানা গোলাম কবির আল কাদেরী।
জামেয়া নঈমীয়া তৈয়বিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়াস্থ পোমরা জামেয়া নঈমীয়া তৈয়বিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মিলনায়তনে সদরুল আফাজিল আল্লামা নঈমুদ্দীন মোরাদাবাদী রহমাতুল্লাহি আলায়হি, হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ রহমাতুল্লাহি আলায়হি ও নায়েবে সদরুল আফাজিল আল্লামা সৈয়দ নুরুচ্ছফা নঈমী রহমাতুল্লাহি আলায়হি স্মরণে গত ১১ জুলাই ওরশ মোবারক আলহাজ্ব মাওলানা নঈম উদ্দিন নঈমীর সভাপতিত্বে ও মাওলানা কাজী মুহাম্মদ মামুনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মাহফিলে উদ্বোধক ছিলেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ শাহ আলম আলকাদেরী, প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এমরুল করিম রাশেদ, বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ সেকান্দর হোসেন, মাওলানা আহমদ আলী নঈমী, মাওলানা মুফতি আলতাফ হোসাইন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ নূরী, মাওলানা ফজলুল হক কাদেরী, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা মুহাম্মদ আবদুল মাবুদ, অধ্যাপক নূর মোহাম্মদ, মামুনুল হক, মাওলানা মিনহাজুল ইসলাম আলকাদেরী, মাওলানা হারুনুর রশীদ নঈমী, নাজিরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন মাওলানা আজিজ উদ্দিন আলকাদেরী, মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা হাকিম উদ্দিন নঈমী, ক্বারী মাওলানা ইমাম শরীফ, মাওলানা জসীম উদ্দিন, লাকি দে, রেহেনা আক্তার, মাওলানা নাছির উদ্দিন, মুহাম্মদ নঈমুল মোস্তফা কায়েস, মুহাম্মদ ফিরোজ উদ্দিন ও মুহাম্মদ শওকত হোসেন প্রমুখ।
রাঙ্গামাটি জেলা গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলার আওতাধীন পৌর শাখা, সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে আউলাদে রাসুল, মুর্শিদে বরহক হযরতুলহাজ¦ আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলায়হির ৩১ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা গাউসিয়া কমিটির সভাপতি হাজ¦ী মোহাম্মদ মুছা মাতব্বের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহারুল ইসলাম (ওয়াসিম) এর পরিচালনায় গত ৮ জুলাই গাউসিয়া কমপ্লেক্স তাহের শাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন নূরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা শায়ের নাঈম রেজা কাদেরী, উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী ওসমান গনী চৌধুরী, মাওলানা হাফেজ নঈম উদ্দিন কাদেরী, মাওলানা আবুল কালাম হাসেমী, মাওলানা শফিউল আলম জেহাদী, মাওলানা বোরহান উদ্দীন রব্বানী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম কাদেরী, হাজ¦ী মুহাম্মদ আলা উদ্দিন, হাজ¦ী কামাল উদ্দিন মনসুর, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ হোসেন, তাহের শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজ¦ী মোহাম্মদ আবু তাহের, সদস্য হাজ¦ী মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য হাসান আল মামুন।
গাউসিয়া কমিটি লোহাগাড়া উপজেলা শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখা ও আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রহমাতুল্লাহি আলায়হি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আওলাদে রাসুল, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রহমাতুল্লাহি আলায়হির সালানা ওরস মোবারক ও গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রহমাতুল্লাহি আলায়হিরর ওফাত বার্ষিকী উপলক্ষে গত ১ জুলাই আজিমুশশান মিলাদ মাহফিল লোহাগাড়া পদুয়া ছগিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে গাউসিয়া কমিটি লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন মাওলানা মিশকাতুল ইসলাম আলকাদেরী ও শায়খ সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল মনসুর চৌধুরী, মাওলানা সৈয়দ আহমদ রেজা কাদেরী, মাওলানা খোরশেদ আলম কাদেরী ও মাওলানা হাফেজ মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন- ইসলামী শিক্ষা বিস্তারে, হুজুর কেবলা হযরত তৈয়্যব শাহ্ (রহ.)’র অবদান আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন- আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী হুজুর কেবলার একনিষ্ঠ মুরিদ, দরবারে সিরিকোট ও সুন্নিয়তের একনিষ্ট খাদেম ছিলেন। সুন্নিয়ত প্রচার-প্রসারে তিনি অকুতোভয় সৈনিক ছিলেন, বহুবার মুনাফিক-বাতিল-ফিরকার হামলার শিকার হওয়ার পরও সুন্নিয়ত প্রচার-প্রসারে তিনি মর্দে মুজাহিদ ছিলেন বলেই ওলামায়ে কেরাম তাঁকে গাজী হিসেবে ভূষিত করেন।
এতে উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি লোহাগাড়া উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মনির আহমদ সিকদার, প্রফেসর মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা আবু তাহের, সমাজ সেবক আবু তাহের, মাওলানা কামাল উদ্দীন, মুহাম্মদ ফারুক, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা এনামুল হক, মাওলানা এহেসান উদ্দীন, মাওলানা সিরাজুল ইসলাম, অছিয়র রহমান, হাফেজ মিযানুর রহমান, শাজরিল আওয়াল শিফাইন, আব্দুল্লাহ জাওয়াদ,আফনান,আবু হুরায়রা শাইয়ুন, রিদুয়ান, রাকিব, জামেয়ার শিক্ষার্থী জুহাইর, আইনান, রাইয়ান ও জাইম প্রমুখ।
মাদার্শা খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া
হাটহাজারী উপজেলার অন্তর্গত মধ্য মাদার্শাস্থ খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়ার ব্যবস্থাপনায় আওলাদে রাসূল,, গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলায়হির ৩১তম সালানা ওরছ শরীফ, খানকাহ শরীফ ময়দানে গত ১৪ জুলাই অনুষ্ঠিত হয়। আনজুমান ট্রাস্ট সদস্য এবং খানকাহ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে খানকাহ কমিটির সদস্য মোহাম্মদ সেকান্দর হোসেন মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার। এতে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়ব আলী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা ছৈয়দ পেয়ার মুহাম্মদ, হাফেজ মাওলানা আবুল হাশেম মাসুদ, মাওলানা ছৈয়দ মুহাম্মদ জুবায়ের আবেদীন, মাওলানা নঈম উদ্দীন আলকাদেরী, মাওলানা তারেক আবেদীন, হাফেজ আবদুল করিম, মাওলানা লিয়াকত আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানকাহ কমিটির সেক্রেটারি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী (পূর্ব) থানার সভাপতি গাজী মুহাম্মদ লোকমান। অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন ১৫নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জাহেদ হোসেন, মহানগর গাউসিয়া কমিটির সদস্য মুহাম্মদ ইমরুল কায়েস, খানকাহ কমিটির উপদেষ্টা মুহাম্মদ আবু নাছের, মুহাম্মদ এমদাদুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেন সওদাগর, ব্যাংকার মুহাম্মদ জসিম উদদীন চৌধুরী, শাহ মুহাম্মদ নাছির উদ্দীন মোস্তফা, ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মাষ্টার, মুহাম্মদ আবদুস সবুর, ইউ,পি সদস্য মোহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আরশাদ চৌধুরী, এস,এম, আজাদুর রহমান, মুহাম্মদ ফরিদুল আলম মিঠু মেম্বার, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ শাহ প্রমুখ।
গাউসিয়া কমিটি বক্সির হাট ওয়ার্ড
গাউসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালি থানা পূর্ব শাখার উদ্যোগে আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহমাতুল্লাহি আলায়হির সালানা ওরস ও অত্র ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মরহুম আবদুস সাত্তারের স্মরণ সভা গত ১৫ জুলাই খাতুনগঞ্জ হামিদুল্লাহ খাঁ জামে মসজিদে হাজি মুহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সেক্রেটারি আলহাজ্ব নুরুল আজিম নুরু সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া সিনিয়র ট্রাস্ট’র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান ওয়ায়িজ ছিলেন সোবহানিয়া আলিয়ার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব তসকির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, কোতোয়ালি থানা পূর্ব শাখার সহ-সভাপতি আলহাজ্ব খায়ের মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন মুন্না। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড গাউসিয়া কমিটির উপদেষ্টা ও ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজি নুরুল হক, ওয়ার্ড গাউসিয়া কমিটির সহসভাপতি মুহাম্মদ ফেরদৌস, হাজি মুহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর, মুহাম্মদ সোলায়মান, মুহাম্মদ নুর আলী, জাবেদ ইকবাল, নুর আলম, লোকমান আলী রিটন, এডভোকেট সাইমুন, ফরিদ আহমদ, আবদুল আহাদ আল মামুন, নিজাম উদ্দীন চৌধুরী, নজরুল ইসলাম, মুহাম্মদ রাসেদ, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ সালাম প্রমুখ। বক্তারা বলেন মরহুম আবদুস চাত্তার গোটা জীবন ত্বরীকত তথা জামেয়ার খেদমতে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন, তাঁর অবদান কখনো ভুলবার নয়।
গাউসিয়া কমিটি ওকন্যারা শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া বড়লিয়া ওকন্যারা ৮নং ওয়ার্ডের উদ্যোগে আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহমাতুল্লাহি আলায়হির ওরশ মোবারক, মরহুম শামসুদ্দিন মিয়ার মাগফেরাত কামনা এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচীসহ গাউসিয়া কমিটি বড়লিয়া ৮নং ওয়ার্ড শাখার নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক গত ১৪ জুলাই ওকন্যারা সৈয়্যদ খাঁন (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদে ৮নং ওয়ার্ডের সভাপতি মফিজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন সমাজসেবক মুহাম্মদ শফিকুল ইসলাম (শোলক)। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পটিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী (শামীম)। প্রধান ওয়ায়েজ ছিলেন আহমদিয়া করিমিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন আলকাদেরী। বিশেষ ওয়ায়েজ ছিলেন¡ মাওলানা মুহাম্মদ ইসমাইল খান আজাদ। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাকির হোসেন মেম্বার, মোহাম্মদ সেকান্দর সওদাগর, মোহাম্মদ গিয়াস উদ্দিন পারভেজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাষ্টার, মোহাম্মদ সিরাজুল ইসলাম বাবু, আলহাজ্ব এস এম হাবিবল্লাহ, মোহাম্মদ দিদারুল আলম খান, হাজ্বি বশির আহম্মদ, মুহাম্মদ ফরিদুল আলম, আহমদ নুর সওদাগর, ডা. মুহাম্মদ আজমগীর, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ এহসান হিরু, ওয়াহিদ মুরাদ, ইঞ্জিনিয়ার ইমরান খান, হাফেজ আহমদ, মুহাম্মদ তাজুল ইসলাম খান, ওমর ফারুক সুমন, আব্দুল মান্নান, মুহাম্মদ হোসেন, খয়রাতি মিয়া, ইলিয়াছ সওদাগর বাবুল, বাহাদুর খান, আবু তৈয়্যব,মামুন খান, দেলোয়ার হোসেন, ইয়াকুব হোসেন খান মানিক, আলাউদ্দিন, সালাহ উদ্দীন, কামাল উদ্দীন, মাসুদ, লোকমান, আরিফ, সুলতান, তানভীর মাহতাব, জোবাইর রেজা, জাকারিয়া, কালাম, কায়সার, টিপু সুলতান, রায়হান প্রমূখ।
পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড ‘খ’ শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার আওতাধীন ৫ নং ওয়ার্ড ‘খ’ শাখার ব্যবস্থাপনায় স্থানীয় সবজার পাড়া মসজিদে ১৪ জুলাই আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। ওরস মাহফিলে তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী। ওয়ার্ড কমিটির সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মুহাম্মদ আবু মহসিন। প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ইফতেখার করিম সিরাজী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ আবু হানিফ, ইলিয়াস খান রানা,মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুল কাদের আশরাফী প্রমুখ।
বিভিন্ন জেলায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফর
চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন
গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন গত ১০ জুন সংগঠনের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মুহাম্মদ শাহ জামাল তালুকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মুহাম্মদ (কমিশনার)। উদ্বোধক ছিলেন মহাসচিব আলহাজ¦ শাহজাদ ইবনে দিদার, প্রধান বক্তা ছিলেন যুগ্ন মহাসচিব আলহাজ¦ এ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব আলহাজ¦ আব্দুল মালেক বুলবুল ও সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মাহাবুব এলাহী সিকদার। সম্মেলনে সর্বসম্মতিক্রমে পুনরায় অধ্যাপক মুহাম্মদ শাহ জামাল তালুকদার সভাপতি, মুহাম্মদ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক এবং মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান সাংগঠনিক সম্পাদক সহ ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন পূর্বক দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা আবু সুফিয়ান আবেদী আল কাদেরী মোনাজাত পরিচালনা করেন।
টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময়
গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে গত ১১জুন টাঙ্গাইল জেলা কমিটির সাথে এক মতবিনিময় সভা জেলা কমিটির সভাপতি আলহাজ¦ অধ্যাপক মুহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মুহাম্মদ (কমিশনার), প্রধান বক্তা ছিলেন যুগ্ন মহাসচিব আলহাজ¦ এ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মাহাবুব এলাহী সিকদার। একই দিন শাহজাদপুরে আনজুমান পরিচালিত তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা করেন।
গাইবান্ধা জেলার তাহেরিয়া সাবেরিয়া ক্যাডেট মাদরাসা পরিদর্শন
গত ১২জুন গাইবান্ধা জেলায় অবস্থিত তাহেরীয়া সাবেরীয়া ক্যাডেট মাদ্রাসা পরিদর্শন করেন এবং মতবিনিময় সভা করেন। একই দিন সন্ধ্যায় গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর জেলা শাখার কাউন্সিল রাজা রামমোহন ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলহাজ¦ আব্দুল কাদির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মুহাম্মদ (কমিশনার), বিশেষ অতিথি ছিলেন যুগ্ন মহাসচিব আলহাজ¦ এ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মাহাবুব এলাহী সিকদার ও যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ¦ অধ্যাপক মুহাম্মদ রিদুয়ান আশরাফী। কাউন্সিলে আলহাজ¦ আব্দুল কাদির খোকনকে আহবায়ক ও আব্দুল মান্নান শরীফকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
লালমনিরহাট জেলা কমিটির কাউন্সিল
গত ১৩ জুন গাউসিয়া কমিটি বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। মাওলানা মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার ও যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ রিদওয়ান আশরাফী।কাউন্সিল সর্বসম্মতিক্রমে মাওলানা মঈনকে সভাপতি ও মাওলানা মুস্তাইনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট লালমনির হাট জেলা শাখা গঠন করা হয়।
কুড়িগ্রামে গাউসিয়া কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাউসিয়া কমিটি বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা গঠনকল্পে এক মত বিনিময় সভা গত ১৪ জুন কুড়িগ্রাম আইনজীবী সমিতি ভবনে আলহাজ্ব গোলাম বিন আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এডভোকেট ইদ্রিস আলি খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সচিব আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার ও যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ রিদওয়ান আশরাফী। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব আমিনুল হক খন্দকারকে সভাপতি, এডভোকেট ইদ্রিস আলিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
ফুলবাড়ি মাদরাসা পরিদর্শন
গত ১৪ জুন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, সাংগঠনিক সচিব মাহবুব এলাহী শিকদার, যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ রিদওয়ান আশরাফি, লালমনিরহাট জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাইন বিল্লাহ, কুড়িগ্রাম জেলা গাউসিয়া কমিটির সেক্রেটারী এডভোকেট ইদ্রিস আলী খন্দকারসহ একটি টিম তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মডেল মাদরাসা পরিদর্শন করেন। এসময় ৮৫ সদস্য বিশিষ্ট গাউসিয়া কমিটি ফুলবাড়ি উপজেলা শাখার কেন্দ্রীয় অনুমোদন এবং তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার উন্নয়ন কল্পে আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
উলিপুর তাহেরিয়া গোলাম বিন আব্বাস সুন্নিয়া মাদরাসা পরিদর্শন
গত ১৪ জুন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, সাংগঠনিক সচিব মাহবুব এলাহী শিকদার, কুড়িগ্রাম জেলা গাউসিয়া কমিটির সেক্রেটারী এডভোকেট ইদ্রিস আলী খন্দকারসহ একটি টিম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাস্থ আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত তাহেরিয়া গোলাম বিন আব্বাস সুন্নিয়া মাদরাসা পরিদর্শন করেন। এ সময় মাদরাসার অবকাঠামো উন্নয়ন কল্পে আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার এক লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।
সৈয়দপুর উপজেলা শাখার কাউন্সিল
গত ১৫ জুন গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখার কাউন্সিল কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসায় এড. হাসনেন ইমাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আব্দুল ওহাব আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার ও সাংগঠনিক সচিব আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার।
তহশিলদার পাড়া গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদ পরিদর্শন
গত ১৬জুন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তহশিলদার পাড়া গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদ পরিদর্শন করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র নেতৃবৃন্দ। কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার’র নেতৃত্বে এ টীমে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার ও যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ রিদওয়ান আশরাফী, সৈয়দপুর উপজেলা শাখার সদস্য মুহাম্মদ নাসিম কাদেরী, হাফেজ রশিদুল ইসলাম, জমিদাতা মকবুল হোসেন, মসজিদের সেক্রেটারি আনসারুল হক বাবু, অর্থ সম্পাদক জোবায়দুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ মসজিদের নির্মাণ কার্যক্রম দেখে সন্তোষে প্রকাশ করেন। এ সময় গাউসিয়া কমিটির চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের ছাদ ঢালাই কাজে এক লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। উল্লেখ্য যে, মসজিদের জায়গাটি ২০১৯ সালে আনজুমান -এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র নামে রেজিষ্ট্রেশন করা হয়। ২০২০ সালে উত্তরবঙ্গে সফরের সময় গাউসিয়া কমিটির চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মসজিদের ভিত্তি প্রদান করেন।
পঞ্চগড় চাকলাহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গত ১৬ জুন পঞ্চগড় জেলার অন্তর্গত চাকলাহাটের বীরপাড়ায় কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলহাজ্ব মোহাম্মদ রফিকুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির সাংগঠনিক সচিব আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার, যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ রিদওয়ান আশরাফী, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ ফরিদুস সালেক্বীন, সমাজসেবক জসিয়ার প্রমাণিক, পঞ্চগড় গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান আল কাদেরী, চিলাহটী তাহেরিয়া মাদরাসার সুপার মাওলানা ফরিদুল ইসলাম আল কাদেরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ আব্দুল হামিদ।
চিলাহাটি তাহেরিয়া মাদ্রাসা পরিদর্শন ও ডোমার উপজেলা শাখা গঠিত
গত ১৭ জুন চিলাহাটি তাহেরিয়া বদরুল আলম সুন্নিয়া মাদরাসা পরিদর্শন ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ডোমার উপজেলা শাখা গঠনকল্পে মতবিনিময় সভা মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা নজমুল আলম জোনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সচিব আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার ও যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ রিদওয়ান আশরাফী। উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আবু তাহের, মাওলানা নুরুজ্জামান, মাহবুবুল আলম, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, রুহুল আলম, মাওলানা আশিকুর রহমান প্রমুখ।প্রধান অতিথি নর্থবেঙ্গল টি কোং এর সৌজন্যে নির্মানাধীন নতুন একাডেমিক ভবন এর কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। সভায় সর্বসম্মতিক্রমে মাও. বুলবুল শাহাকে সভাপতি এবং রুহুল আলমকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ডোমার উপজেলা শাখা গঠন করা হয়।
ডিমলা ও জলঢাকায় গাউসিয়া কমিটি গঠিত
গাউসিয়া কমিটি বাংলাদেশ নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলা শাখা গঠনকল্পে এক মতবিনিময় সভা গত ১৭ জুন জলঢাকা বাজারে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাস্টার হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার ও সাংগঠনিক সচিব আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার, যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ রিদওয়ান আশরাফী, পঞ্চগড় জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, মাস্টার মুজাফ্ফর হোসেন, চাপানীহাট মাদরাসার সুপার মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মুহাম্মদ রুস্তম আলিকে সভাপতি এবং মাওলানা হাফিজুর রহমানকে সেক্রেটারি করে ২৩ সদস্য বিশিষ্ট ডিমলা উপজেলা শাখা গঠন করা হয়। সভায় মুশফিকুর রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট জলঢাকা উপজেলা আহবায়ক কমিটিও গঠন করা হয়।
ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার দ্বি বার্ষিক কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার দ্বি বার্ষিক কাউন্সিল কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহযোগিতায় গত ৩ জুন ষোলশহরস্থ আলমগীর খানেখাহ শরীফে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব ইলাহী সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ হামিদ, আলহাজ্ব মুহাম্মদ মাহবুব খান, আলহাজ্ব এ্যাডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার। উত্তর জেলার নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, গাজী মোহাম্মদ লোকমান, আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, মীর আলী আকবর মিরন প্রমূখ। এতে সর্ব সম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম কাদেরীকে সভাপতি, মাওলানা ফজলুল বারীকে সাধারণ সম্পাদক এবং রোকন উদ্দীন চৌধুরী লাভলু কে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরি পরিষদ গঠন করা হয়। নানুপুর তাহেরীয়া সাবেরীয়া এফ.এ ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়্যদ জয়নুল আবেদীন আলকাদেরী মু.জি.আ.কে প্রধান উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় ।
আহত পরীক্ষার্থী ও দৃষ্টি প্রতিবন্ধীকে বরমা গাউসিয়া কমিটির সহায়তা প্রদান
গত ২০ জুন চন্দনাইশ বরমায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী মুহাম্মদ ইফাজ, কেশুয়ার দৃষ্টি প্রতিবন্ধী মুহাম্মদ পারভেজ ও বরমা হাইস্কুল শিক্ষক ওয়াসিমের শিশু সন্তানের সু-চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে গাউসিয়া কমিটি বরমা ইউনিয়ন শাখা। এসময় উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মঈনুদ্দিন রুপন, বরমা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ফোরকান সওদাগর, সহ সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ ওসমান গনী, ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ মহিউদ্দিন প্রমূখ।
শহীদ নগর ইউনিটের মাসিক সভা সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী শহীদ নগর ইউনিটের উদ্যোগে খতমে গাউসিয়া শরিফ ও মাসিক সভা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেনের সঞ্চালনায় অস্থায়ী কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন। বক্তব্য রাখেন মুহাম্মদ আবু জহুর, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আবদুর রশিদ, ডা. এ.কে শামসুদ্দিন রাসেল, মুহাম্মদ হাসান, মুহাম্মদ সেকান্দর আলম, মুহাম্মদ সাদ্দাম, মুহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ মুছা, মুহাম্মদ নাসিম, মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ সাইফুল আলম প্রমুখ। বক্তারা গাউসিয়া কমিটির সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার অনুরোধ জানান।
ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
আনোয়ারা সদরস্থ ছ্য্যৈদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার ছাত্র -ছাত্রীদের মধ্যে “পুরষ্কার বিতরণী অনুষ্ঠান” গত ২২ জুন মাদরাসা মিলনায়তনে আলহাজ্ব মুহাম্মদ রেজাউল হক এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মুহাম্মদ আবু ছৈয়দ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ রিদওয়ানুল হক।প্রধান আলোচক ছিলেন-আলহাজ্ব মাওলানা ফজলুল করিম আনোয়ারী, স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার মুন্সি, আলহাজ্ব ডাঃ মুহাম্মদ আলী,মুহাম্মদ নাছির উদ্দীন সিদ্দিকী, মাওলানা আহমদ নুর আল কাদেরী,মাওলানা মুহাম্মদ সোলাইমান, হাফিজ মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, মাওলানা মহি উদ্দিন, হাফিজ মুহাম্মদ জাহিদ, আলহাজ্ব শামসুল আলম, আলহাজ্ব মুহাম্মদ নুরুল হক, প্রমূখ।
শোক সংবাদ
মুহাম্মদ আবুল কাসেম চৌধুরী (মেম্বার)
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র প্রধান কার্যালয়ে কর্মরত অফিস সহকারী মুহাম্মদ শাহাদত হোসেন চৌধুরী ও স্টেট অফিসার মুহাম্মদ জাকির হোসেন চৌধুরীর পিতা সাবেক ইউপি মেম্বার বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবুল কাসেম চৌধুরী (সাবেক মেম্বার) গত ১৩ জুলাই পটিয়া আজিমপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। ওইদিন রাত ১০টায় সফর আলী মুন্সী জামে মসজিদ সম্মুখে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর নামাজে জানাযায় সমাজের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করেন।
তাঁর ইন্তেকালে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি পটিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী শামীম, আনজুমান অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
নাজমুশ শরীফ
গাউসিয়া কমিটি বাংলাদেশ ডবলমুরিং থানার সভাপতি ও মদিনাতুল আউলিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নাজমুশ শরীফ (৬৮) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখেযান। মরহুমের নামাজে জানাযা ১৮জুন রবিবার বাদে আসর মোগলটুলী আব্দুর রহমান জামে মসজিদ মাঠে মাওলানা আবুল হাসনাত আলকাদেরীর ইমামতিতে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহাজাদ ইবনে দিদার, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব তছকির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ শোক প্রকাশ করেন।
মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী
গাউসিয়া কমিটি বাংলাদেশ হিলভিউ শাখার যুগ্ম সম্পাদক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া ও আলমগীর খানকাহ শরীফের একনিষ্ট খেদমতগার মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গত ১২ জুলাই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি চার কন্যা, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে যান। তাঁর নামাজে জানাযা ওইদিন বাদ আসর জামেয়া আহমদিয়া সুন্নয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। রাউজান জারুলতলাস্থ আকিল মোহাম্মদ চৌধুরী বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। ও তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।