Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

সত্যের উপর অটল ও অবিচল থাকাই কারবালার শিক্ষা

সত্যের উপর অটল ও অবিচল থাকাই কারবালার শিক্ষা

আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় শোহাদায়ে কারবালা মাহফিল ও গেয়ারভী শরীফে বক্তারা-
সত্যের উপর অটল ও অবিচল থাকাই কারবালার শিক্ষা.
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় গত ২৯ জুলাই বাদ মাগরিব হতে এশা পর্যন্ত চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খান্কাহ শরীফে পবিত্র আশুরা উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল ও গেয়ারভী শরীফ যথাযোগ্য মর্যাদা সহকারে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে বক্তারা বলেন- আহলে বায়তে রাসূলের প্রতি মুহাব্বত প্রদর্শন করা মু’মিন মুসলমানদের উপর অবশ্য কর্তব্য। তাই আহলে বায়ত ও শোহাদায়ে কারবালা স্মরণে এ মাহফিল আয়োজন। মহররম অতি সম্মানিত মাস। এ মাসের ১০ তারিখ বিশ্ব মুসলিমের জন্য অতিগুরুত্ববহ দিবস। বিশেষত ৬১ হিজরিতে ইমাম আলী মকাম ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু ইসলামের স্বকীয়তা রক্ষার জন্যে সপরিবারে কারবালার ময়দানে যে নাজিরবিহীন ত্যাগ স্বীকার করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। প্রিয় নবীজীর প্রদর্শিত দ্বীনকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যায়ে প্রিয়নবীর আহলে বায়তগণ নিজ প্রাণ বিসর্জন দিয়েছিলেন তবুও দুশ্চরিত্র ইয়াজিদের বস্যতা স্বীকার করেন নি। তাই প্রত্যেক মুসলমানকে ইমাম হোসাইনের আদর্শ ধারণ করে সদা সত্যের উপর অটল থাকতে হবে। সত্যের উপর অটল ও অবিচল থাকাই কারবালার শিক্ষা। ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু’র এ ত্যাগ যুগে যুগে সত্যানুসন্ধানী মু’মীন মুসলমানদের সত্যের উপর অটল থাকার প্রেরণা যোগাবে। বক্তারা শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল থেকে শিক্ষা নিয়ে হোসাইনী চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামের যাবতীয় বিধিবিধান পালনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে ছিলেন- আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খাঁন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, আনজুমান ট্রাস্ট’র সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ আবদুল হামিদ, তছকীর আহমেদ, মুহাম্মদ কমরুদ্দীন সবুর, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেক রসূল খাঁন বাবু, মোহাম্মদ হোসেন খোকনসহ অন্যান্য সদস্যবৃন্দ, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুল হক খাঁন, চট্টগ্রাম মহানগর’র সহ-সভাপতি আর. ইউ. চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার সম্পাদক এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ্ মাষ্টারসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম, শিক্ষানুরাগী, উচ্চ পদ¯হ সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, পীভাই বোন ও শুভাকাঙ্খিবৃন্দ।
জামেয়ার সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দো’য়া ও আখিরী মুনাজাত করেন।

 

Share:

Leave Your Comment