Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

ইমামের পেছনে মসজিদ কমিটির প্রভাবশালী সদস্য দাড়াতে চাই। ইমামের পেছনে দাড়ানোর প্রকৃত হকদার কে?

ইমামের পেছনে মসজিদ কমিটির প্রভাবশালী সদস্য দাড়াতে চাই। ইমামের পেছনে দাড়ানোর প্রকৃত হকদার কে?

 মুহাম্মদ আহসান উল্লাহ্- হাসনাবাদ, সীতাকু-, চট্টগ্রাম।

প্রশ্ন: ইমাম সাহেবের পিছনে তথা জায়নামাযে মসজিদ কমিটির একজন প্রভাবশালী সদস্য সব সময় দাড়াতে চাই। এখন প্রশ্ন হলো ইমামের পিছনের জায়গায় দাঁড়ানোর হকদার কে?
উত্তর: সাধারণত: ইমামের সোজা পেছনে ঐ ব্যক্তিই দাঁড়াবেন যিনি আলেম বা ইমামতির যোগ্যতা রাখেন। এর শরয়ী ব্যাখ্যা হলো- কোন কারণে যদি ইমামের অজু বা নামায ভেঙ্গে যায়, তাহলে তিনি ইমাম সাহেবের সোজা পেছনের ব্যক্তিকে ইমাম (খলীফা) বানিয়ে মসজিদ হতে বেরিয়ে কথা বার্তা না বলে অজু সেরে পুনরায় মুকতাদী হিসেবে নামাযে শরীক হতে পারেন। তাই ইমামের সোজা পেছনে সাধারণত অজ্ঞ, ইসলামী শরীয়ত ও নামায সম্পর্কে অবগত নয় এ ধরণের (এ জাতীয়) আওয়াম লোক দাঁড়ানো উচিত নয়। কেউ যদি জোরপূর্বক ঐ জায়গায় দাঁড়াতে চায় তা হবে মূর্খতা ও অহংকারের বহিঃপ্রকাশ। তাই ইমাম ও খতিবের সোজা পেছনে নায়েবে ইমাম/ মোয়াজ্জিন দাঁড়াবেন। এটাই উত্তম পন্থা। তবে রাষ্ট্রীয় ও প্রশাসনিক কোন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, মাননীয় মন্ত্রী, এমপি বা এ জাতীয় কেউ অথবা কোন বুজর্গ ও প্রখ্যাত কোন আলেম-ওলামা মসজিদে নামাযের জমাতে হাজির হলে উক্ত মসজিদের নির্ধারিত মোয়াজ্জিন ও নায়েবে ইমাম সম্মান স্বরূপ তাদেরকে ইমাম/খতিবের সোজা পেছনে অথবা নায়েবে ইমাম বা মোয়াজ্জিনের পার্শে সম্মানার্থে দাঁড়ানোর সুযোগ দিলে অসুবিধা নাই।

Share:

Leave Your Comment