১ জুন, ১১ যিলক্বদ, কুতুবুল আউলিয়া, আওলাদে রাসুল ﷺ, আল্লামা, হাফেজ, ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রা.)’র ৬৪ তম সালানা ওরস মোবারক
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামী ১ জুন, ১১ যিলক্বদ ১৪৪৪ হিজরী বৃহস্পতিবার দিনব্যাপী জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া’র প্রতিষ্ঠাতা, কুতুবুল আউলিয়া, আওলাদে রাসুল ﷺ, আল্লামা, হাফেজ, ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রা.)’র ৬৪ তম সালানা ওরস মোবারক যথাযোগ্য মর্যাদায় ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে উদযাপিত হবে।
উক্ত ওরস মোবারকে আপনি/আপনারা উপস্থিত হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত হাসিল করুন।