সদকায়ে ফিতর কি? ফিতরা কোন সময়ে, কাকে দিতে হবে?
প্রশ্ন: সদকায়ে ফিতর কি? ফিতরা কোন সময়ে, কাকে দিতে হবে জানানোর নিবেদন রইল।
উত্তর: রমজানের রোযার ত্রুটি বিচ্যুতি হতে মুক্তি পাওয়া ও রোযার পরিপূর্ণতার জন্য সদকাতুল ফিতর বা ফিতরার বিধান। ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক হওয়ার সাথে সাথে সাদকাতুল ফিতর সাহেবে নেসাব ও সামর্থবানের জিম্মায় ওয়াজিব হয়ে যায়। তবে এটা আদায় করার ক্ষেত্রে ইসলামী শরিয়তে কোন সময় নির্দিষ্ট বা বাধ্য করা হয়নি। যেমন পাঁচ ওয়াক্ত নামাযের জন্য সময় নির্দিষ্ট রয়েছে। নির্দিষ্ট সময়ের পরে নামায পড়লে তা কাযা হয়ে যাবে। তাই অন্য যে কোন মাসেও ফিতরা আদায় করা যাবে এমনকি ঈদুল ফিতরের পূর্বেও আদায় করা যাবে তবে শর্ত হল সাহেবে নেসাব বা নেসাবের অধিকারী ও বিত্তবান হতে হবে। অবশ্য সামর্থবানদের উপর ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পর ঈদের জামাআতে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা উত্তম ও মুস্তাহাব। যাতে গরীব ও অসহায় মুসলমান মিসকিনরাও অন্যদের সাথে ঈদের নামাযে শরিক হয়ে আনন্দ ও ঈদ উৎসবে শামিল হতে পারে।
[দুররুল মুখতার ও ফতোয়ায়ে হিন্দিয়া ইত্যাদি]