তারাবীহ্ নামাজের ইমামতি করার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ধার্য করে ইমাম রাখা যাবে কিনা?
মুহাম্মদ মিজানুর রহমান ও
শেখ মুহাম্মদ আসিফ হোসাইন।
বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদরাসা,
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন: মসজিদে তারাবীহ্ নামাজের ইমামতি করার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ধার্য করে ইমাম রাখা যাবে কিনা? অনুরূপভাবে টাকা ধার্য করে রমজানের শেষ ১০ দিন এ’তেকাফ নেওয়া কতটুকু শরিয়ত সম্মত, জানালে উপকৃত হব।
উত্তর: তারাবীহ্ নামাজ ও ই’তেকাফ অতি ফজিলত ও বরকতময় ইবাদত আর ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়া উচিত। ইমামদেরকে তাদের সময় ও শ্রমের বিনিময়ে সম্মানী প্রদান করা ভাল ও উত্তম। নির্দিষ্ট পরিমাণ টাকা/সম্মানী ধার্য করে হাফেজ নিয়োগ দান করা ও ইতিকাফের জন্য লোক নিয়োগ করা অনুচিত। ইমাম আ’লা হযরত শাহ্ আহমদ রেযা ফাজেলে বেরলভী রহমাতুল্লাহি আলায়হি সহ ফকিগহণ তা নাজায়েজ বলেছেন।