Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

আনজুমান ট্রাস্ট এর ব্যবস্থাপনায় মা সাহেবানের চাহারম শরীফ অনুষ্ঠিত

আনজুমান ট্রাস্ট এর ব্যবস্থাপনায় মা সাহেবানের চাহারম শরীফ অনুষ্ঠিত

আনজুমান ট্রাস্ট এর ব্যবস্থাপনায় জামেয়া মাঠে আওলাদে রাসূল আল্লামা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃ জিঃ আঃ)’র সহধর্মিণীর (মা সাহেবানের) চাহারম শরীফ অনুষ্ঠিত
উপ-মহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল, আওলাদে রাসূল, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত গাউসে জামান, হাদীয়ে দ্বীন ও মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃ জিঃ আঃ)’র সহধর্মিণী, আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ)’র ভাবীজান, ছাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ্ (মাঃ জিঃ আঃ), ছাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ্ (মাঃ জিঃ আঃ) ও ছাহেবজাদা হাফেজ ক্বারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ্ (মাঃ জিঃ আঃ)’র আম্মাজান, লাখো লাখো পীর ভাইবোনদের মা ছাহেবান গত ৩ ডিসেম্বর,২২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি, ১৮ অগ্রহায়ণ ১৪২৯ বাংলা, শনিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
এ উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে মা ছাহেবান’র চাহারম শরীফ’ ৭ ডিসেম্বর’২২, বুধবার চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় বিকাল ২-৩০ মিনিট থেকে মাগরিব’র পূর্ব পর্যন্ত খতমে কুরআন, খতমে বোখারী শরীফ, খতমে মজমুআয়ে সালাওয়াতে রাসূল (দঃ), খতমে গাউসিয়া শরীফ ও বাদ মাগরিব হতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে তকরীর, সালাত এবং সালাম অনুষ্ঠিত হয়। এছাড়াও, সারা দেশে স্থিত আনজুমান ট্রাস্ট’র পরিচালনাধীন গাউসিয়া কমিটি বাংলাদেশ, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও খানকাহ্ শরীফে মা ছাহেবান’র চাহরাম শরীফ অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশগ্রহণ করেন-আনজুমান ট্রাস্ট’র জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র পক্ষে কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, আনজুমান রিসার্স সেন্টার, চট্টগ্রাম’র মহাপরিচালক, বিশিষ্ট লেখক, গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, সাবেক মুহাদ্দিস আল্লামা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, সোবহানিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম’র শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, চন্দ্রঘোনাস্থ মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী ও হালিশহরস্থ মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল’র অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রেজভী, আল্লামা মুহাম্মদ আলাউদ্দিন, আল্লামা সেকান্দর হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আনজুমান ট্রাস্ট’র এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ মাহাবুবুল আলম, জামেয়ার চেয়ারম্যান আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খাঁন, আনজুমান সদস্য মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ নূরুল আমিন, শেখ নাসির উদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেকে রাসুল খান বাবু, মোহাম্মদ হোসেন খোকন, ওরস সাব কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্নাসহ অন্যান্য সদস্যবৃন্দ। গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব এড. মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতেয়ার, চট্টগ্রাম মহানগরের সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, আর.ইউ. চৌধুরী শাহীন, উত্তর জেলার সম্পাদক এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক হাবিবুল্লাহ মাস্টারসহ সর্বস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, হাজার হাজার সুন্নি মুসলমান, পীর ভাইবোন ও শুভাকাঙ্খী প্রমুখ।
জামেয়ার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠান আরম্ভের পূর্বে পবিত্র কুরআন পাক থেকে তেলোয়াত করেন জামেয়ার শিক্ষার্থী হাফেজ আবু বারাকাত মুহাম্মদ রেজা, না’তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মুহাম্মদ আয়াজ হাসান নুগায়ের, পবিত্র শাজরা শরীফ পরিবেশন করেন-দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ’র সাবেক মোয়াজ্জেম হাফেজ মাওলানা মুহাম্মদ জাবেদ (মাহমুদ), সালাত ও সালাম পরিবেশন করেন উক্ত মসজিদের মোয়াজ্জেম হাফেজ রাশেদুল হাসান রাব্বি এবং বাদ এশা তাবারুক বিতরণ করা হয়।
পরিশেষে, মহান রাব্বুল আলামীন’র দরবারে, তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরাতে মাশায়েখ কেরামের উছিলায় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন জামেয়ার সাবেক মুহাদ্দিস আল্লামা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী।

Share:

Leave Your Comment