Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

আজ আলমগীর খানকাহ শরীফে ফাতেহা-ই-ইয়াজদাহম মাহফিল ও ফাতেহা শরীফ

আজ আলমগীর খানকাহ শরীফে ফাতেহা-ই-ইয়াজদাহম মাহফিল ও ফাতেহা শরীফ

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্ – এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পীরানে পীর দস্তগীর হযরত শেখ সুলতান মীর মহিউদ্দীন সৈয়্যদ আবদুল কাদের জিলানী (রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু)’র ফাতেহা-ই ইয়াজদাহম, পবিত্র গেয়ারভী শরীফ ও আওলাদে রাসূল, গাউসে জামান, মুর্শিদে বরহক্ব, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রাহমাতুল্লাহি তা’আলায়হি)’র মা সাহেবার ফাতেহা শরীফ বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে- * খতমে কোরআন মাজিদ * খতমে বোখারী শরীফ * খতমে মজমু’য়ায়ে সালাওয়াতে রাসূল (সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম) বা’দে মাগরিব * খতমে গাউসিয়া শরীফ * খতমে গিয়ারভী শরীফ ও জীবনী আলোচনা তকরীর পেশ করবেন দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ।

উক্ত পবিত্র অনুষ্ঠানে  সিলসিলাহর আশেকানবৃন্দ শরীক হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত ও দো-জাহানের কামিয়াবী হাসিল করুন। (মহিলাদের পর্দাসহকারে অংশগ্রহণ করার অনুরোধ রইল।)

সালামান্তে

আলহাজ্ব মোহাম্মদ মহসিন –সিনিয়র ভাইস প্রেসিডেন্ট     ও 

আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন- সেক্রেটারি জেনারেল

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম।

 

Share:

Leave Your Comment